অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিছন্নতা অভিযান পরিচালিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায়। মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধুর নির্দেশনায় শহরে স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোডসহ বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। একইসাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস