কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও বেশিরভাগ বিশ্ববিদ্যালয় খুলেছে। সংশ্লিষ্ঠরা বলছেন, সহিংস পরিস্থিতির এক মাস পর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলে খুলেছে। প্রথম দিন পরিস্থিতি দেখে পরদিন থেকে শিক্ষার্থী উপস্থিতি বাড়বে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী যেন স্কুলে প্রবেশ করতে না পারে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবহনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস