পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরাঞ্চলের লাখো মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। অকাল বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষা করতে হাওয়ার রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, হাওরে টুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে। তিনি হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয় সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খান এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ বছর ১শ ৩৪ হাওরের বোরো ধান রক্ষায় এক হাজার ৭শ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস