Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সারাদেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হয়েছে এইচ এস সি পরিক্ষা
বিস্তারিত

সারাদেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৬শ’ ৮৩ জন। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮শ’৬৮ জন এবং ছাত্রী ৪১ হাজার ৮শ’১৫ জন। ৮৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ৩শ’২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসমাবেশসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন জনসমাবেশ, মিছিল, গান বাজনা, লাউড স্পীকার ব্যবহার, যেকোনো ধরনের দেশি অস্ত্র বহন/ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ী সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এই আদেশ ২৬ শে জুন থেকে ১০ই আগস্ট পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/06/2025
আর্কাইভ তারিখ
10/07/2025