সারাদেশের মতো সিলেটে ও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। প্রায় একশ বছর আগে ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস)। বাংলাদেশসহ প্রায় ১৬৭টি দেশ আন্তর্জাতিক এই সংস্থার অন্তর্ভুক্ত। দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়ে থাকে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে। বাংলাদেশে এআইপিএসের একমাত্র স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বিশেষ এই দিবসে সব ক্রীড়া সাংবাদিক, লেখক, খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক এবং ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছে বিএসপিএ সিলেট শাখা।
দিবসটি উপলক্ষে বিএসপিএ সিলেট শাখা আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস